বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশের ভিডিও স্টোরি নিউইয়র্ক ফেস্টিভ্যালে চূড়ান্ত তালিকায়

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১০ জুন, ২০২১ ০০:৫৫

আগামী ১২ অক্টোবর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। পদক জয় হোক বা না হোক, ১৯৫৭ সাল থেকে বিশ্বের সেরা কাজগুলো উদযাপনকারী এই উৎসবের চূড়ান্ত পর্বে ভিডিও স্টোরিটি টিকে থাকাও বাংলাদেশের সাংবাদিকতার জন্য একটি সম্মানজনক ঘটনা।

প্রথমবারের মতো নিউইয়র্ক ফেস্টিভ্যাল টিভি অ্যান্ড ফিল্ম অ্যাওয়ার্ডের চূড়ান্ত লড়াইয়ে টিকে আছে বাংলাদেশের একটি ‘ভিডিও স্টোরি’, যেখানে বলা হয়েছে কোভিড-১৯ আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের শেষ বিদায়ের কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের গল্প।

নিউইয়র্ক উৎসব টিভি এবং চলচ্চিত্র পুরস্কার কর্তৃপক্ষ বুধবার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ২০২১ সালের পুরস্কারের জন্য ৪০টির বেশি দেশের অংশগ্রহণকারীর সঙ্গে লড়াই করে ‘নিউজ: রিপোর্ট/ফিচার’ বিভাগের চূড়ান্ত তালিকায় রয়েছে ভিডিও স্টোরিটি।

স্বর্ণ, রৌপ্য বা ব্রোঞ্জ পদকের জন্য যেটি এখন ভয়েস অফ আমেরিকা, ইএসপিএন, সিজিটিএন আমেরিকা, সিজিটিএন চায়না, আল জাজিরা, চ্যানেল এইটসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত স্টোরির সঙ্গে প্রতিযোগিতা করবে।

আগামী ১২ অক্টোবর লাস ভেগাসের ন্যাব (ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ব্রডকাস্টার্স)-এ অনুষ্ঠেয় ‘দ্য অ্যানুয়াল স্টোরিটেলার্স গালা’-তে (বার্ষিক গল্পকারদের উৎসবে) পদক বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

পদক জয় হোক বা না হোক, ১৯৫৭ সাল থেকে বিশ্বের সেরা কাজগুলো উদযাপনকারী এই উৎসবের চূড়ান্ত পর্বে ভিডিও স্টোরিটির টিকে থাকাও বাংলাদেশের সাংবাদিকতার জন্য একটি সম্মানজনক ঘটনা।

গত বছরের জুনে মার্কিন গণমাধ্যম রেডিও ফ্রি এশিয়ার (আরএফএ) সহযোগী অনলাইন নিউজ সার্ভিস বেনারনিউজের ইংরেজি সংস্করণে ‘বাংলাদেশি ভলান্টিয়ার্স বেরি অ্যাবানডেন্ট কোভিড-১৯ ডেড’ শিরোনামে এবং বাংলা সংস্করণে ‘করোনাভাইরাস: মৃতের আত্মীয়স্বজন দূরে, শেষযাত্রায় ভরসা স্বেচ্ছাসেবক’ শিরোনামে এটি প্রকাশিত হয়েছিল।

‘করোনায় মৃতদের থেকে স্বজনরা দূরে, সৎকার করছেন স্বেচ্ছাসেবকরা’ শিরোনামে বাংলায় একটি প্রতিবেদনও প্রকাশ করেছিল বেনার।

এ বিভাগের আরো খবর